Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাঠ থেকে ছাগল আনতে  যেয়ে কিশোরী ধর্ষণের শিকার

এখন সময়: মঙ্গলবার, ৮ জুলাই , ২০২৫, ০২:৫৫:১৮ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাঠে ছাগল আনতে যেয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনী পাড়ায়। রাতে এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেছেন। ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত ওই এলাকার মৃত করিম গাজীর ছেলে রওশন আলী (৫০)।

মামলায় ওই কিশোরীর চাচা উলে¬খ করেন, দুপুরে বৃষ্টি শুরু হয়। সকালে তার ভাই মাঠে ছাগল বেঁধে রেখে বাড়িতে চলে আসেন। দুপুরে বৃষ্টির সময় ভাইয়ের ১৪ বছরের মেয়ে মাঠে ছাগল আনতে যায়। কিন্তু এরপর সে আর বাড়ি ফেরে না। পরে তাকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। মাঠে যেয়েও তাকে পাওয়া যায় না। এক পর্যায় আসামি রওশনের বাড়ির পেছনে দেখতে পায় মেয়ে কান্নাকাটি করছে। তার জামা ছেড়া ও কাঁদামাটি লাগানো।

তার কাছে জিজ্ঞাসা করা হলে সে জানায়, ছাগল আনতে যাওয়ার পথে রওশন তাকে ডাক দেন। মেয়ে যাওয়ার সাথে সাথেই তার মুখ চেপে ধরে রওশনের ঘরে নিয়ে যায়। এরপর তাকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে রওশন। পরে তাকে (কিশোরীকে) রওশন বাড়ির পাশের একটি বাগানে মধ্যে ফেলে দেন।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া রওশনকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)