মাগুরা প্রতিনিধি : একটি সুন্দর জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। প্রকৃত এবং সত্য ঘটনাকে তুলে ধরায় সাংবাদিকদের মূখ্য কাজ। র্দীঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পাইনি। সাধারণ মানুষের সেবা করাই বড় ধর্ম । মানুষের সেবা, শ্রদ্ধা, ভালোবাসায় আমার প্রাণ। সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরো বলেন,আমি আমি সারা জীবন কৃষি বিজ্ঞানী হিসেবে সরকারের সাথে কাজ করেছি। কৃষি উন্নয়নে বিভিন্ন ফসলের ৮৮ জাত উদ্ভাবন করেছি। মাগুরার উন্নয়নে আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচারক ড.আলী আফজাল।
এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক আশরাফুল আলম সাগর ,সাংবাদিক মতিন রহমান, নাইমুর ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার সদস্য সচিব মো. হুসাইন, সমাজসেবক আলী রেজা রাজুসহ মাগুরা প্রেসক্লাবের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন ।