Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒রেমিট্যান্স যোদ্ধা দিবসের আলোচনা সভা

যশোরে দুই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান

এখন সময়: রবিবার, ৩ আগস্ট , ২০২৫, ১১:৩৬:৪৭ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মারণে শনিবার দুপুরে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, যারা বিদেশের মাটিতে পরিশ্রম করে দেশে টাকা পাঠায় তারা রেমিট্যান্স যোদ্ধা। এ যোদ্ধা জুলাই বিপ্লব আন্দোলনে ছাত্রদের সহায়তা করেছে। সরকার এদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্যাংক ও রেমিট্যান্স যোদ্ধাদের প্রাপ্য সম্মানও মর্যাদা দিতে হবে। বিদেশে গিয়ে দেশের অনেক মানুষ বেকার ও বন্দি হয়ে আছে। এজন্য বৈধভাবে যোগ্য হয়ে বিদেশ যেতে হবে। বিশেষ করে যে দেশে যাবো সেই দেশের ভাষা, আচার,আচরণ জেনে বিদেশ যাওয়া উচিত।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার রায়, ইসলামী ব্যাংক জোনাল অফিসের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের যশোর শাখার শাখা ব্যবস্থাপক মাসুদুজ্জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর সিরাজুল ইসলাম, বৈষম্য বিরোধ যোদ্ধা আহাদ হোসাইন, রেমিট্যান্স যোদ্ধা শফিয়ার রহমান, রিনা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কর্মস্স্থংান ও জনশক্তি অধিদপ্তরের  সহকারী পরিচালক শাহরিয়ার হাসান।

আলোচনা শেষে ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ কোটি  ৯১ লাখ টাকা রেমিট্যান্স  পাঠানোর কারনে রকি আহমেদ ও  ১ কোটি ২৭ লাখ টাকা রেমিট্যান্স পাঠানোর কারনে আব্দুল করিমকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

কর্মস্স্থংান ও জনশক্তি অধিদপ্তর ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)