Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এখন সময়: রবিবার, ৩ আগস্ট , ২০২৫, ১১:৫৮:৪৬ এম

 

খুলনা প্রতিনিধি : খুলনা নগরের সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন ওরফে টগর (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে নগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন টগর ওই এলাকার জামাল হাওলাদারের ছেলে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মনোয়ার হোসেন টগর রং এর ঠিকাদার ছিল। রাত সোয়া ৯ টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে যায়। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই তারা টগরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বাবা জামাল হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘রাতে টগর আমাকে বলে, “বাবা, গেটে কারা যেন এসেছে, দেখে আসো।” আমি দরজা খুলে দেখি তিন যুবক দাঁড়িয়ে। জিজ্ঞাসা করলে তারা বলে, টগর তাদের চেনে। একজন টগরের পাশে বসে, আরেকজন দাঁড়িয়ে ছিল। আমি টগরের স্ত্রীকে ডাকতে যাই। এর মধ্যেই টগরের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি সে মেঝেতে পড়ে আছে। ঘরে যারা ঢুকেছিল, তারা পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন, সে আর নেই।’ সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুতই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)