আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার কুমারী গ্রামে খন্দকার পাড়ার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, মরহুম কিতাব মন্ডলের বাড়ি হতে মান্নান ফারাজির বাড়ি পর্যন্ত রাস্তাটি খানাখন্দের কারণে শুকনো মৌসুমেও চলাচল করতে চরম অসুবিধায় পড়তে হয়। আর এই বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় গ্রামের শিশু নারীসহ সকলের চলাচল বন্ধ হয়ে যায়। গ্রামের কমলমতি ছাত্রছাত্রীদের অন্য দিক দিয়ে ঘুরে যেতে বেগ পেতে হচ্ছে। শুধু তাই নয় মহল্লাবাসীর কবরস্থানসহ মসজিদে নামাজ আদায়ে যাওয়ার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কবরস্থানে মরদেহ নিয়ে যেতে হলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে।
ভুক্তভোগীরা জানান, এ রাস্তাটি শত বছর আগের হলেও এ পর্যন্ত কেউ সংস্কার করেনি। অবহেলিত হয়ে পড়ে রয়েছে। ইতোপূর্বে ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু সংস্কার করার উদ্যোগ নিয়ে রাস্তায় খোয়া ফেললে সেই খোয়া আবার পুনরায় তুলে নিয়ে চলে যান। এই নিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
রাস্তা সংস্কার করে জনসাধারণের চলাচলে উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।