কেশবপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহজ্ব আবুল হোসেন আজাদ বলেছেন, দল ক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে নারীদের অধিকার বাস্তবায়িত হলে প্রায় ৫০ লাখ মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার গত ১৬ বছরে দিনের ভোট রাতে করে, মেগা প্রকল্পের নামে মহা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ব্যাংক গুলো টাকা শূন্য করে রেখে গেছে। ব্যাংকে টাকা আনতে গেলে কর্তৃপক্ষ টাকা দিতে পারেনা। সোমবার বিকেলে যশোরের কেশবপুর ভরতভায়না মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত এক নারী সমাবেশ তিনি একথা বলেন। ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিলা কর্মি সভায় শেখ মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক
আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, মাহিলা নেত্রী নাজমা খাতুন ও নুরুন্নাহার নুরি।