Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এবারের জাতীয় নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে অধিক গুরুত্বপূর্ণ : ডিসি, যশোর

এখন সময়: সোমবার, ৮ ডিসেম্বর , ২০২৫, ১১:২১:২৭ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান তার বক্তব্যে বলেন-‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। তাই এবারের নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে অধিক গুরুত্ব বহন করছে। নির্বাচন কেন্দ্রীক সকল আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকতে পারে তেমনই প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।’
এছাড়া যশোর-খুলনা মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন, নওয়াপাড়া নদীবন্দর এলাকায় ভৈরব নদের খনন অব্যাহত রাখা, নূরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা পরিষদ মার্কেট নির্মাণে ফুটপাত দখলমুক্ত করা, মহাসড়ক ও আবাসিক এলাকায় কয়লাসহ সারের ড্যাম্প অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, নওয়াপাড়া সার ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম, জহুরুল ইসলাম, ইসলামী আন্দোলন অভয়নগর শাখার সভাপতি মোকারম হোসেন, অভয়নগর থানার প্রতিনিধি এসআই আবু বাক্কার প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)