নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুরে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মণিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি, এলাকার উন্নয়ন এবং বাজারকেন্দ্রিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, বাজারের আধুনিক অবকাঠামো নির্মাণ এবং বাণিজ্যিক নিরাপত্তা জোরদারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর বাজার সমিতির সভাপতি বাবু তুলসী বসু।
সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন ফারুক, বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ব্যবসায়ীরা তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরলে প্রধান অতিথি ইকবাল হোসেন বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। জনগণের ভোটে নির্বাচিত হলে ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন এবং এলাকার বাণিজ্যিক পরিবেশ আরও শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভা শেষে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।