মাগুরা প্রতিনিধি : মাগুরায় হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে সোমবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ আহত হয়েছে। শনিবার দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আহত হয়ে আজিজুল ইসলাম (৩৮) রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আহতরা জানান- গত ৬ নভেম্বর দ্ুপুরে স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমান ও শহিদুল মন্ডলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে আজিজার রহমান (৩৮) নামে একজন গুরুতর আহত হয়। তাকে ৬ ডিসেম্বর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ৭ ডিসেম্বর রবিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এই ঘটনার জের ধরে উভয় পক্ষ সোমবার হাজরাপুর ইউনিয়নের রামনগর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অনন্ত ৫০জন আহত হয়।
আহতদের মধ্যে ফরিদ মোল্ল্যা (৪৫), আসাদুল (৪২), রুহুল (৪০) আব্দুল মন্ডল (৫০) সাহেব আলী ( ৩২), ওয়াকিল উদ্দিন (৪২), সাজ্জাদ হোসেন (৪৫) সাজেদুলল ইসলাম (৫৭), সালমান (৩২),মুক্তার মন্ডল (৫৪), সাহেব আলী (৩৫) উজ্বল মন্ডল (৩৫),তালেব মন্ডল (৮২), তুরফান মন্ডল ( ৪৭) আওয়াল মন্ডল (৬২) বাচ্চু মন্ডল ( ৫৫) নান্নু মন্ডল (৪০), আজিল মন্ডল (৪৫), আরিফুল ইসলাম (৪০), ইদ্রিস আলী ( ৪৩) এ ক’জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আইয়ুব আলী জানান- সদর উপজেলা রামনগর গ্রামে দ্ইু পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।