মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মাগরিববাদ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবাগত উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোঃ সম্রাট হোসেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ানুর হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হোসেন, সাবেক সভাপতি ফারুক আহমেদ লিটন, যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্নাসহ প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কল্পে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় অতিথিদেরকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।