মাগুরা প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন- আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। মাগুরা জেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কাজ ইতোমধ্যে চলমান রয়েছে। বিগত বিভিন্ন আন্দোলনে আমি ও আমার পরিবার রাজপথে লড়াই করেছি। ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিরুদ্ধে ১৭ বছর মাঠে ছিলাম, এখনো আছি। এ মহম্মদপুরে কোনো গ্রুপিং চলবে না।
শনিবার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়িখালি হাইস্কুল মাঠে রাজনৈতিক প্রতিসিংহার রাজাপুর রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শহিদ আবু তৈয়ব মোল্যার ২য় শাহাদত বার্ষিকীতে এসব গুলো বলেন তিনি।
তিনি আরো বলেন বিগত সময়ে এই রাজাপুর ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিহত হয়ে ছিল ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আবু তৈয়ব মোল্যা।
রাজাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাড রোকনুজ্জামান খান, অ্যাড মিঠুন রায় চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য মৈমুর আলী মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা, মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুব সম্পাদক মনিরুল ইসলাম মুকুল প্রমুখ।
সভায় মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।