নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (৪৬২) চাঁচড়ার ত্রি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁচড়া চেকপোস্ট শ্রমিক ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু। সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, আহম্মেদ আলী, সহসাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ওহিদুল ইসলাম, সাগর হোসেন, শাহজালাল, মাহিন উদ্দিন,আজিজুল ইসলাম, বাবু মুন্সি, শফিকুল ইসলাম প্রমুখ। সভায় মৃত এবং অবসরপ্রাপ্ত শ্রমিকদের পরিবারের মাঝে নগদ ৭ লাখ ৬১ হাজার টাকা এক কালীন অনুদান প্রদান করা হয় এবং আগামী ৪ অক্টোবর শনিবার যশোর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (৪৬২) চাঁচড়ার ত্রি-বার্ষিক নির্বাচনের দিন ধার্য করা হয়।