Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় শ্রমিকদল নেতাদের শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল

এখন সময়: রবিবার, ২৪ আগস্ট , ২০২৫, ০৫:৫৬:৩১ এম

 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবীর নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। এছাড়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লোহাগড়ার হান্দলা গ্রামে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা শ্রমিকদলের সভাপতি মোশফেকুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আমল, শ্রমিকদল নেতা আব্দুর রশিদ, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, লোহাগড়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক আকতার হোসেন, সদস্য সচিব সাইদুর রহমান সহিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিএনপি, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রমিকদল নেতা হুমায়ুন কবীর জানান, প্রায় ২০ বছর মালয়েশিয়া আছেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনে মাঝে-মধ্যে দেশে আসেন। এরই ধারাবাহিকতায় এবার দেশে এসে বিএনপি, শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)