Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে দুই  ভাইয়ের ৫ গরু চুরি

এখন সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:৩৫:১০ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : উপজেলার কাগমারী গ্রামে সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র আপন দুই ভাইয়ের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে।

গরুর মালিক কলম বিশ্বাসের ছেলে আলামিন বিশ্বাস জানান, তাদের গোয়ালঘর থেকে ৪টি এবং চাচা আলম বিশ্বাসের একটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৬ থেকে ৭ লাখ টাকা বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান আলামিন।

গ্রামবাসী জানান, এ গ্রামে এর আগে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছিল। তবে এত বড় চুরি এই প্রথম। রাতে বাড়ির পাশে ট্রাক থামিয়ে গরু নিয়ে যাওয়া সত্যিই অভাবনীয় বলে তারা মন্তব্য করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি আমি মৌখিকভাবে জেনেছি। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)