নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা বিএনপির হার্ড লাইন অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ও জনবিরোধী আচরণের সুর্নিদ্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যশোরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আরো তিন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে জেলা বিএনপির পক্ষ থেকে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর সদর উপজেলা বিএনপির উপশহর ইউনিয়নের হুমায়ূন কবির ও আরবপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য মনির হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে জনহিতকর কর্মকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করা হবে।
এদিকে যশোর নগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মারুফ বিল্লাহ সিদ্দিকী সানিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানা সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি (চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী) কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিতিত্তে তাকে অব্যাহতি প্রদান করা হলো। এরআগে আরো অনেককে বহিষ্কার করা হয়েছে।