নিজস্ব প্রতিবেদক: ইয়াবার মামলায় ঝিকরগাছার চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সোহেল রানাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় অপর আসামি রবিউল ইসলাম কালুকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়া জজ) এস. এম. নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোহেল রানা মণিরামপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও ঝিকরগাছার মোবারকপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ২৯ আগস্ট ভোরে ডিবি পুলিশ সোহেল রানার ঝিকরগাছার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেলকে আটক করে। এরপর তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি এবং পকেট থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় আলাদা মামলা করেন। মাদকের মামলার তনন্ত শেষে ২০১৯ সালের ২৭ জানুয়ারি ডিবির পরিদর্শক সৌমেন দাস ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
মাদক মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোহেল রানা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।