Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভ্রুণ হত্যার অভিযোগে প্রেমিক শিহাবের  বিরুদ্ধে যশোর আদালতে মামলা

এখন সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ০৫:১০:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও ভ্রুণ হত্যার অভিযোগে ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রেমিক শিহাব শিকদারের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলার করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আতোয়ার রহমান অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামি শিহাব শিকদার ভোলা বোরহান উদ্দিন থানার মাস্টার বাজার দেওলা শিকদার বাড়ির শাহাবুদ্দিন শিকদারের ছেলে ও চাকরির সুবাদে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী তালাক দেয়ায় এক মেয়ে নিয়ে ২০২৪ সালের ১ মে থেকে শহরের নওয়াপাড়া রোডের একটি ভবনের ৪র্থ তলার একটি ফ্লাটে বসবাস শুরু করেন। একই ভবনের দ্বিতীয় তলায় একাই ভাড়া থাকতো আসামি শিহাব শিকদার। নানা অজুহাতে ওই নারীর সাথে সখ্যতা গোড়ে তোলে শিহাব। এক পর্যায়ে শিহাবের বিয়ের প্রলোভনে পড়ে যায় ওই নারী। শিহাব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওই নারী এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শিহাবকে বিয়ের জন্য চাপ দিলে ঘোরাতে থাকে। শিহাব পরবর্তীতে ডাক্তার দেখিয়ে বিষয়টি নিশ্চিত হয়।  সন্তান নষ্টের উদ্দ্যেশে শিহাব কৌশল করে মাথা ঘোরা ও বমি বন্ধের কথা বলে একটি ওষুধ খাওয়ায় ওই নারীকে। পরদিন ওই নারী অসুস্থ হয়ে পড়ে এবং কয়েদিন পর আল্ট্রাসনো করে নিশ্চিত হন গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এরপর থেকে শিহাব তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। গত ১৫ আগস্ট শিহাবের সাথে দেখা হলে সে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কৃর্তপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)