Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালিত

এখন সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:২২:৫৯ এম

 

নকিব সিরাজুল হক , বাগেরহাট: বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে দু’দিনের আর্ধদিবস হরতাল প্রত্যাহার করে মঙ্গলবার সকার ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা-উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। জেলার ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে  লাগাতর আন্দোলনের অংশ হিসাবে আগামীকালও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত  চলবে এই অবস্থান কর্মসূচি। জেলা ও উপজেলার নির্বাচন অফিস অবরোধে কর্মসূচি চলাকালে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ভোর থেকেই এসব সরকারি ভবনের ফটকে তালা লাগিয়ে দেয়। অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে জেলার সব নির্বাচন অফিগুলোতে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা। বাগেরহাট জেলা সদর ও ৯টি উপজেলায় এই কর্মসূচি পালনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপিসহ  সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ জেলার সব নির্বাচন অফিসের সামনে জড়ো হয়ে এই জেলা ও উপজেলার  নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। এর পাশাপাশি তারা একই দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিলিছ করে। এরআগে সোমবার বাগেরহাট জেলাজুড়ে সকাল-সন্ধ্যা পূর্ণদিবস হরতাল পালনের পর আসন্ন দূর্গা পূজার কারণে মঙ্গল ও বুধবার দুই দিনের অর্ধদিবস হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে দুইদিন জেলা ও উপজেলার নির্বাচন অফিস অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সব নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালিত হয়। আগামীকাল বুধবারও একই ভাবে বাগেরহাট জেলার সব নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালিন করার কথা রয়েছে।

মঙ্গলবারের মতো বুধবারও একই ভাবে বাগেরহাট জেলার সব নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালিন করার কথা রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)