আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কর্মকান্ডে দুর্নীতি, দায়িত্ব অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক ও এলাকাবাসীর উদ্যেগে মঙ্গলবার সকাল ১১টায় অত্র স্কুলের পাশের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আহসান হাবিব, মোঃ আজহারুল সরদার, মাও. রফিকুল ইসলাম, বাদশা ইমরান, মোঃ আলিম সরদার, শফিকুল ইসলাম প্রমুখ। এসময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে বলেন আনারুল ইসলাম বিদ্যালয় চলাকালীন বেশিরভাগ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি বিদ্যালয়ের টিন, ল্যাপটপ, কাঠ, পানির ট্যাংকি ইত্যাদি নিজের বাড়িতে নিয়ে গেছেন, যা এখনো ফেরত আনেননি।