কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পাঁজিয়ায় ভেজাল দুধ উৎপাদন করার অপরাধে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শরীফ নেওয়াজ। আটককৃতরা হলো-পাথরঘাটা মনোহরনগর গ্রামের ঘোষপাড়ায় ভেজাল দুধ উৎপাদন খামারিতে অভিযান চালিয়ে ওই গ্রামের সঞ্জয় ঘোষের ছেলে জয়দেব ঘোষ, সন্তোষ ঘোষের ছেলে সায়ন ঘোষ ও রবিন ঘোষের ছেলে সজীব ঘোষ।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ওই তিনজনকে তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ সমূহ উদ্ধারপুর্বক জনসম্মুখে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ, কেশবপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকারসহ থানা প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কোনো অপরাধ সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।