 
                    
কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদে এই বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সভাপতি ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মিন্টু, অর্থ সম্পাদক মোঃ আনিসুর রহমান, কামরুজ্জামান প্রমুখ। এসময়ে দেশ ও জাতীর কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।