মাগুরা প্রতিনিধি : মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের আটপাড়া, পাডুয়ারকুল,ফলোসিয়া,হাটবাড়িয়া, ছুন্দা, পাচুড়িয়া, ভিটেপাড়া, খাদুনা এ ৮ টি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছে। শুক্রবার বিকেলে আটপাড়া সম্মিলনী মরাবিলা মহাশ্মশান শ্রী সীতা পাগলের আশ্রমে এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে আট আটপাড়া মহাশ্মশানের সভাপতি অজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. রোকনুজ্জামান, মিথুন রায় চৌধুরী, মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মৈমুর আলী মৃধা ও বাবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাফিজুর রহমান বাকী মিয়া।