নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার তিনি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি বাজারে গণসংযোগ করেন।
এসয়ম অনিন্দ্য ইসলাম অমিত বাজারের সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে পথচারী এবং বাজারে উপস্থিত সর্বস্তরের জন সাধারণের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অনিন্দ্য ইসলাম অমিতকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জনতা। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেন। অনিন্দ্য ইসলাম অমিত আগামী দিনে তার দলের পক্ষ থেকে জনগণের জন্য যে ভাবনা সেটি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক টিটুল প্রমুখ।