নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় মোটরসাইকেলের (বাইক) নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলিতে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ভাদড়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো- পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইনতাজ আলীর ছেলে ইমন হোসেন (১৭) ও তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৭)। দুই কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, ইমন ও আশরাফুল টিভিএস কোম্পানির এপাচি আর টি আর মোটরসাইকেল (যশোর-ল-১২-০৮১২) করে চৌগাছার উপজেলা শহরের দিকে যাচ্ছিলো। তাদের মাথায় হেলমেট ছিল না। পথিমধ্যে ভাদড়া যাত্রী ছাউনির পাশে ধাপাড়ি পোল এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা বাজাজ ডিসকভারি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে এপাচি মোটরসাইকেলের চালক আশরাফুল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুবাহী একটি ট্রলির পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা কিশোর রাস্তায় ছিটকে ও চালক মোটরসাইকেলসহ ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন কৃষক জানান, মোটরসাইকেলের বেপরোয়া গতি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এতে মুহূর্তেই দুটি তরতাজা প্রাণ নিভে গেল। সকলকে সচেতন হয়ে মোটরসাইকেল চালানোর জন্য পরামর্শ ওই কৃষকদের।
কালিয়াকুন্ডি গ্রামের শিমুল হোসেন জানান, নিহত দুই কিশোর সম্পর্কে চাচাতো ভাই। ইমন রানীয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করত। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব নামাজে জানাযা শেষে ইমন ও আশরাফুলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বালুবাহী ট্রলির সাথে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহতের খবরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। পরে তাদের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রলি ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার চৌগাছা উপজেলার তারানিবাস মাঝের পাড়ায় এপাচি আরটিআর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাগর হোসেন (১৭) নামে এক তরুণ নিহত হয়। সে মাশিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এই নিয়ে চৌগাছায় গত দুই দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহীর মৃত্যু হলো।