কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভোটার কেন্দ্রভিত্তিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৮নম্বর মালিয়াট ইউনিয়নের মহিলা নেত্রী রিজিয়া বেগমের সভাপতিত্বে তত্তিপুর-মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক খোকা, মাসুদ রানা, ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ এবং সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন ।