আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ঠিকাদার, ইটভাটা মালিক ও হার্ডওয়ার ব্যবসায়ী মজিবুর রহমান শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী আত্মীয স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম গোবিন্দপুর জান্নাতুল নাঈম কবরস্থানে দাফন করা হয়েছে।