মাসুম বিল্লাহ : যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ইছালী সোনালী ক্রীড়া চক্র ৩-০ ব্যবধানে খোঁজারহাট ফুটবল টিমকে পরাজিত করে দাপুটে জয় পেয়েছে। ইছালী সোনালী ক্রীড়া চক্রের আয়োজনে মাঠে জমজমাট এই খেলাটি দেখতে ছুটির দিনে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরপুর এই ম্যাচটি উপভোগ করে খেলাপ্রেমীরা।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে দুই হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ দলের হাতে এক হাজার পাঁচশ টাকা প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। উপস্থিত ছিলেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর বিক্রম, ইছালী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হারুন আর রশিদ, বিএনপি নেতা রেজাউল হক এবং ক্রীড়া ব্যক্তিত্ব রাজু আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইছালী সোনালী ক্রীগা চক্রের পরিচালক, অবসরপ্রাপ্ত সাবইন্সপেক্টর আবু তাহের।