Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মঞ্চস্থ : ফিলিস্তিনির বর্তমান অবস্থা ফুটে উঠেছে ‘দি গ্রেড স্মাগলার’ নাটকে

এখন সময়: শনিবার, ২৫ অক্টোবর , ২০২৫, ০১:২৬:১১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘দি গ্রেড স্মাগলার’। শব্দ থিয়েটারের পরিবেশনায় এই নাটকের রচনা এবং নির্দেশনায় ছিলেন সংগঠনটির প্রান মাসউদ জামান।
ফিলিস্তিনির বর্তমান অবস্থা, জীবন জিবিকা এবং সে দেশের মানুষের উপর বর্বর ইসরায়েল হামলার উপর নানা মানবেতর ও শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে এই নাটক।
ফিলিস্তিন নামটি শুনলেই আমাদের মনে আসে সংঘাত, নিপীড়ন ও ভূমি হারানোর বেদনা। কিন্তু এসবের আড়ালে রয়ে গেছে সাধারণ মানুষের টিকে থাকার অজস্র ছোট ছোট গল্প, যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায়শই উপেক্ষিত। ‘দি গ্রেট স্মাগলার’ তেমনই এক গোপন ইতিহাসের দলিল। এই নাটকে কঠিন এক বাস্তবতার মুখে দাঁড়িয়ে মানুষের সাহস, উদ্ভাবনী ক্ষমতা এবং গভীর আত্মত্যাগের মর্মস্পর্শী আখ্যান তুলে ধরা হয়েছে।
নাটকে তামির চরিত্রে অভিনয় করেছেন মাসউদ জামান, জান্নি খানম চরিত্রে রুকাইয়া ইসলাম, ফাত্তা চরিত্রে সোহেল রানা, বাবা চরিত্রে শামসুদ্দীন হোসাইন, মা চরিত্রে শাউলী পৃথী মেধা, সন্তান-১ আয়ান রেজা, সন্তান-২ পুতুল, ইমাম চরিত্রে বায়জিদ হোসেন, বন্দী-১ মো: মারুফ হোসেন, বন্দী-২ মো: হাসিবুর রহমান, বন্দী-৩ তানভীর হাসান, আবদেল চরিত্রে তানভীর হাসান, ব্যক্তি চরিত্রে ইমারুল গাজী, মোসাদ অফিসার চরিত্রে রিফাত মাহমুদ, জেলার চরিত্রে ইব্রাহীম খলিল, অফিসার চরিত্রে পিয়াশ মন্ডল, সৈনিক-১ অসীম দাস, সৈনিক-২ বনী, ডাক্তার চরিত্রে সাহিদুর রহমান এবং সূত্রধার অরুণ মজুমদার।
নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল মাসুদ হাসান টিটো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)