খুলনা প্রতিনিধি : খুলনা জেলা নতুন কারাগার পুরোপুরি নির্মাণ কাজ শেষ না হলেও বন্দি স্থানান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে ১০০ বন্দি যাবে নতুন কারাগারে। পরবর্তীতে ধাপে ধাপে নেওয়া হবে বাকি বন্দিদের। খুলনা জেলা কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হোসাইন বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে নতুন কারাগারে বন্দিদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে প্রশাসনিক জটিলতা থাকলে এক-দুই দিন পিছিয়ে যেতে পারে। প্রথম ধাপে আমরা ১০০ বন্দিকে নতুন আধুনিক কারাগারে স্থানান্তর করবো। পরে পর্যায়ক্রমে অন্যান্য বন্দিদের নেওয়া হবে। বর্তমানে খুলনার কারাগারে ১ হাজার ৪০০ এর অধিক বন্দি রয়েছে। নতুন কারাকারে কিছু বন্দি সরিয়ে নিলে চাপ কিছুটা কমে যাবে। প্রসঙ্গত, গণপূর্ত বিভাগ থেকে জানা গেছে, ‘খুলনা জেলা কারাগার নির্মাণ’ প্রকল্প একনেকে অনুমোদন হয় ২০১১ সালে। ২০১৬ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। এরপর ৮ বার প্রকল্পের সময় বেড়েছে, দুই দফা সংশোধনের পর ব্যয় বেড়ে হয়েছে ২৮৮ কোটি টাকা। খুলনার সিটি (রূপসা সেতু) বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ হচ্ছে। মাস্টারপ্লান অনুযায়ী নতুন কারাগারে ৪ হাজার বন্দি থাকতে পারবে। আপাতত ২ হাজার বন্দি রাখার অবকাঠামো তৈরি হয়েছে।