 
                    কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌরসভা কর্তৃক অবৈধ হোল্ডিং ট্যাক্স ও পানির বিল বাড়ানোর প্রতিবাদে ও বাতিলের দাবিতে সোমবার বিকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির আয়োজনে পৌর শহরে গাজীর মোড় চত্বরে মানববন্ধন পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পৌর বাড়ি মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, সহসভাপতি খায়রুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুস সালাম, মাওলানা আব্দুস সুকুর, মাওলানা আব্দুল কাশেম, মাষ্টার আব্দুল বারী, ডাঃ আনোয়ার হোসেন, মাষ্টার মতিয়ার রহমান, সাংবাদিক হারুনর রশীদ বুলবুল, প্রদীপ মদক, সাংবাদিক রাজীব চৌধুরী, মাসুদ হাসান প্রমুখ। এসময়ে বক্তারা অবৈধ হোল্ডিং ট্যাক্স ও পানির বিল কমানোর দাবী জানিয়েছেন।