Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চাই : বাপ্পী 

এখন সময়: সোমবার, ১০ নভেম্বর , ২০২৫, ০৩:৩১:২২ এম

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: আমি নেতা হতে আসিনি, এসেছি আপনাদের ভাই হয়ে এই জনপদের সেবক হতে। পাইকগাছা– কয়রার অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানো আমার স্বপ্ন। এমন আবেগঘন ভাষায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের অঙ্গীকার ব্যক্ত করলেন খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির মনোনীত এস এম মনিরুল হাসান বাপ্পী। দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, ৩৫ বছরের রাজনীতিতে কোনো ব্যক্তিগত লাভের চিন্তা করিনি। বিএনপি আমাকে জনগণের সেবার সুযোগ দিয়েছে, আর জনগণ যদি ভোটের মাধ্যমে আমাকে বেছে নেয়, তবে কয়রা-পাইকগাছাকে রোল মডেল হিসেবে গড়ে তুলবো। সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের প্রতিটি খাতে দৃশ্যমান পরিবর্তন আনা’ই হবে আমার লক্ষ্য। রোববার সকালে পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের বাসভবনে অস্থায়ী কার্যালয়ে পাইকগাছায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় এসময় উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা আবুল হোসেন, সেলিম রেজা লাকি, অ্যাড. আব্দুস সাত্তার, মোস্তফা মোড়ল সাইফুদ্দিন সুমন, মেছের আলী সানাসহ পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)