Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বুয়েটিনের হ্যাটট্রিকে দারুণ জয় সদর উপজেলা দলের

বর্ণাঢ্য আয়োজনে যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এখন সময়: সোমবার, ১০ নভেম্বর , ২০২৫, ০৩:২৯:৪১ এম

ক্রীড়া প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে রোববার যশোরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুয়েটিনের হ্যাটট্রিকে উদ্বোধনী খেলায় দারুণ জয় পেয়েছে সদর উপজেলা দল। বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সদর দল ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে শার্শা উপজেলা দলকে। খেলায় সদর উপজেলা দলের বিদেশী খেলোয়াড় বুয়েটিন একাই করেন ৩ টি গোল। তিনি গোল ৩ টি করেন ম্যাচের ২৭, ৪২ ও ৪৮ মিনিটে। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার পান জয়ী দলের হ্যাটট্রিক করা খেলোয়াড় বুয়েটিন। প্রতিপক্ষ শার্শা উপজেলা দলের সজীব ৫৬ মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করেন। এদিকে,উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। খেলা শুরুর আগে বেলুন ও ফেসটুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ফিরোজ শাহ। পরে শান্তির প্রতিক কবুতর অবমুক্ত করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করা হয়। সভাপত্বি ও স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ, এনসিপি নেতা মনিরুজ্জামান আজাদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও ছাত্র প্রতিনিধি রাশেদ খান। পরে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত খেলা উপভোগ করতে স্টেডিয়ামে অসেন। ২টি গ্রুপে বিভক্ত হয়ে ৮টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। ‘ক’ গ্রুপের আছে-কেশবপুর,মণিরামপুর,চৌগাছা ও বাঘারপাড়া উপজেলা দল। খ গ্রুপের দল-শার্শা, ঝিকরগাছা,সদর ও অভয়নগর উপজেলা দল। চ্যাম্পিয়ন দলের ২ লাখ ও রানার্স আপ দলকে দেড় লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়। এছাড়া প্রতিটি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টকে প্রাইজমানি দেয়া হবে ২০ হাজার টাকা। জেলা প্রশাসনে আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট আগামী ২০ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে। উল্লেখ্য, খেলা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বরের ম্যাচে মুখোমুখি হবে মণিরামপুর বনাম বাঘারপাড়া উপজেলা দল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)