ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, ডিএফএ’র সভাপতি আহসানুজ্জামান ঝন্টুসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
ফাইনাল খেলায় বিজয়ী হয় রায়চরণ তারিণী চরণ কলেজ ও রানার্সআপ হয় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে ১২টি কলেজ অংশগ্রহণ করে।