আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা গনি গাজী (৭৪)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে গোয়ালডাঙ্গা সরদার বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মনতাজ গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা গনি গাজী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে পড়িত ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি এক স্ত্রী, ৩পুত্র ও ৫কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু এর উপস্থিতিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব ওনার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আঃ করিম, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী গাজী, কার্তিক চন্দ্র মন্ডল, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, গোয়ালডাঙ্গা সরদার বাড়ি পুরাতন জামে মসজিদের সভাপতি আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার ও জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।