Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় যশোর জেলা দলের জয়

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৫:৩৫ এম

মিরাজুল কবীর টিটু : ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় আরিয়ান রহমানের সেঞ্চুরিতে বিশাল জয় পেয়েছে যশোর জেলা দল। শনিবারের খেলায় তারা ২৫৫ রানের ব্যবধানে বাগেরহাট জেলা দলকে পরাজিত করে।
খুলনা স্টেয়িামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাট করতে নামে যশোর জেলা দল। প্রথমে ব্যাট করতে নেমে আরিয়ানে সেঞ্চুরিতেতে দলটি নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করে।
দলের পক্ষে আরিয়ান রহমান ১৩টি চার ও ৪টি ছয়ের বাউন্ডারির সাহায্যে ১০২ রান সংগ্রহ করেন। সেই সাথে সাহানুর তমাল ৫২, জিহাদ ৪০, শাওন ৩০, সাব্বিন ১৫, ওয়ালিদ ১৫ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে ৪৮ রান।
বাগেরহাট জেলা দলের পক্ষে ইমরান-৩, সাকিবুল, আবির ও সাকিন সরদার ১টি করে উইকেট লাভ করেন। সেই সাথে রান আউটের মাধ্যমে ১ উইকেটের পতন ঘটে।
জয়ের লক্ষ্যে বাগেরহাট জেলা দলের খেলোয়াড়রা পরে ব্যাট করতে নামলে যশোর দলের বোলারদের বোলিং তাণ্ডবে ২৬ ওভার ৩ বলে ৬৯ রানে ইনিংস গুটিয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাকিবুল ইসলাম-৩১, স্বাধীন -১০, রাফি ৬ রান। এছাড়া বাকি পাঁচ ব্যাটসম্যান ১ থেকে ২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। চার ব্যাটসম্যান শূন্য রানে মাঠ ছাড়ে।অতিরিক্ত থেকে আসে মাত্র ১৭ রান।
যশোর জেলা দলের পক্ষে তৌকি আনাফ ৪, জিহাদ ৩, সাব্বিন ২ ও হানিফ ১ উইকেট লাভ করেন। আম্পায়ার ছিলেন নাজমুল আহসান ও মনিরুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)