নিজস্ব প্রতিবেদক : যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে শেখহাটি জামরুলা দক্ষিণ পাড়ায় শুক্রবার বিকেলে এক উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় নারী-পুরুষ কয়েক শো ভোটার উপস্থিত ছিলেন। এ সময় উঠানবৈঠকে উপস্থিত বক্তারা আগামীর আধুনিক যশোর গড়তে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে রায় দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, শান্তি ও সম্প্রীতির শহর গড়তে অমিতের কোন বিকল্প নেই। তিনি তার রাজনৈতিক পরীক্ষায় উত্তীর্ণ একজন তরুণ রাজনিিতক। তিনি উচ্চ শিক্ষিত এবং একজন ভদ্র সামাজিক মানুষ। খুব সহজে সাধারণ মানুষ তার কাছে পৌঁছাতে পারে। ধানের শীষের প্রার্থীর বর্ণাঢ্য পরিচয় তুলে ধরে টুকুন বলেন, অনিন্দ্য ইসলাম অমিত একজন উচ্চশিক্ষিত, অত্যন্ত ভদ্র এবং দায়িত্বশীল মানুষ। তিনি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, যার রক্তে মিশে আছে দেশপ্রেম ও মানুষের সেবা। একজন সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিব উদ দৌলা শুভ্র, যশোর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন সেখ আপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম, নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টি, আফরোজা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের মার্জিত আচরণ ও রাজনৈতিক দূরদর্শিতা বর্তমান প্রজন্মের কাছে তাকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। উঠান বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা শেখহাটি এলাকার প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠানবৈঠকে এলাকার বিভিন্ন পর্যায়ের ভোটারগণ অংশ নেন। উপস্থিত ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত ক্লিন ইমেজ ও পারিবারিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। সভাশেষে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।