নিজস্ব প্রতিবেদক : ঝিকরগাছার ইজিভ্যান চালক শামীম পারভেজ হত্যার ঘটনায় আটক ইব্যাহিম আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। শামীমকে তারা হত্যা করে ভ্যান চুরি করেছে বলে জানিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামি ইব্রাহিমের জবানবন্দি গ্রহণ শেষে আটক দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আটককৃরা হলো, ঝিকরগাছার শ্রীরামপুর গ্রামের ইসমাইলের ছেলে ইব্রাহিম এবং তার দোকানের কর্মচারী যশোর সদরের চান্দুটিয়া গ্রামের জুয়েলের ছেলে মামুন। মামুন তার নানাবাড়ি ঝিকরগাছার শ্রীরামপুর গ্রামে বসবাস করতেন।
ইব্রাহিম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভ্যান চালক শামীম তার দোকানে বসে ছিলো। পরে তারা দু’জন ইয়াবা সেবন করে। এরপর ইব্রাহিম কর্মচারী মামুনকে সাথে নিয়ে শামীমের ভ্যানে আঙ্গারপাড়া গ্রামের একটি ক্ষেতের পাশে যায়। সেখানে ইব্রাহিম ও মামুন সাইকেলের ব্রেকের তার দিয়ে শামীমকে শ্বাসরোধ করে হত্যার পর ইজিভ্যান নিয়ে পালিয়ে যায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানিয়েছেন, শুক্রবার রাতে নিজ দোকান থেকে প্রথমে ইব্রাহিমকে আটক করে তার স্বীকারোক্তিতে ইজিভ্যান ও ব্যাটারি উদ্ধার কর হয়।শনিবার তাদের আদালতে সোপর্দ করা হলে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে একজন জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে শামীম ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে উদ্ধারে ব্যর্থ হয়। পরে শুক্রবার উপজেলার আঙ্গারপাড়া গ্রামের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় নিহতের পরিবার অপরিচিত ব্যক্তিদের আসামিদের আসামি ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।