Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৪:৩০ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোর সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয়েছে। সকালে স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন আফিল গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের সভাপতি তাহেরা সোবহা।
বিশেষ অতিথি ছিলেন, আফিল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের সহধর্মিনী কুতুব হাফসা বিনতে আসাফ, আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলুর সহধর্মিনী আকলিমা খাতুন হীরা, আফিল গ্রুপের চেয়ারম্যানের কন্যা আলিনা তেহজীব।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন, নাজনীন আক্তার।
বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আফিল গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের সভাপতি তাহেরা সোবহা।
ক্রীড়া প্রতিযোগিতায় ১৬ ইভেন্টে ৪৮ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেইসাথে ১২টি সান্তনা পুরস্কার দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)