আশাশুনি প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন নির্বাচনী জনসভায় বলেছেন-আশাশুনি উপজেলার সব থেকে বড় সমস্যা টেকসই বেড়িবাঁধ। এই কোস্টাল অঞ্চলে টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগে লবণ পানি ঢুকে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ফসল নষ্ট হয়ে, ঘের ভেড়ির ক্ষতি হয়ে আপনাদেরকে সর্বস্বান্ত করে দেয়। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার সকল বেড়িবাঁধ টেকসই ভাবে নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করব। অবৈধ খাল দখলমুক্ত করব, পানি নিষ্কাশনের ব্যবস্থা করব, সুপেয় পানির ব্যবস্থা করব।
রোববার (১৪ ডিসেম্বর) গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ ও কালী মন্দির প্রাঙ্গণে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ কমিটির সভাপতি ব্রজেন কুমার মন্ডল এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সমাজ সেবক মজিদ সরদার, বিএনপি নেতা শরিফুল ইসলাম, বদরুল ফকির, কামরুল ইসলাম মোড়ল, আলিম গাজী প্রমুখ।