নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতিকে (৫২) গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৪টার দিকে মহেশপুরের ভাষানপোতা গ্রামের মাঠের মধ্যে।
এলাকাবাসী জানান, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি মোটরসাইকেলযোগে ভৈরবার দিকে আসার সময় কে বা কারা মোটর সাইকেলে এসে পিছন থেকে গুলি করে পালিয়ে যায়।
পরে পথচারিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে থাকা ডাঃ মাহামুদা জানান, মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলিতে আহত অবস্থায় নিয়ে আসে। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়।
মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য যশোরে নিয়ে গেছে।