নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : মোটর সাইকেল যোগে যাদবপুর মামার বাড়ি থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে আজাদ হোসেন (১৭) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত আজাদ হোসেন মহেশপুর পৌর এলাকার বগা গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর যাদবপুর সড়কের জাগুসা মাঠের মধ্যে। জাগুসা গ্রামের ইউপি সদস্য সোহেল আহাম্মেদ জানান, নিহত আজাদ হোসেন তার প্রতিবেশীর এফজেড মোটর সাইকেল নিয়ে দুপুরে যাদবপুর মামার বাড়িতে যায়। পরে রাতে বাড়ী ফেরার সময় রাস্তার পাশের একটি খেজুর গাছের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই আজাদ হোসেনের মৃত্যু হয়। মহেশপুর থানার (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।