Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাদী হত্যার বিচারের দাবিতে যশোরে বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ ও ব্লকেড

এখন সময়: সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, ০৫:৪৪:৪৭ এম

নিজস্ব প্রতিবেদক: হাদী হত্যার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র জনতা। রোববার বিকেলে শহরের মনিহার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-যুবকরা অংশ নেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মনিহার চত্বর প্রদক্ষিণ করে সেখানে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন- “খুন করে পার পাওয়া যাবে না। আমরা আজ নীরব থাকার জন্য আসিনি, ভয় পাওয়ার জন্যও আসিনি। আমরা এসেছি ন্যায়ের দাবিতে গর্জে উঠতে।” তারা বলেন, হাদী কোনো অপরাধ করেননি, তবুও তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর নয়, ন্যায়, মানবতা ও রাষ্ট্রের ওপর সরাসরি আঘাত। বক্তারা আরও বলেন- দোষীদের আশ্রয় দেওয়া চলবে না এবং বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। অবিলম্বে হাদী হত্যার বিচার না হলে সমাজের কেউই নিরাপদ থাকবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। কর্মসূচি চলাকালে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)