Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত

এখন সময়: সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, ০৩:২৪:১৮ এম

নিজম্ব প্রতিবেদক : যুগ-নায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। উৎসবে এছাড়া বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যশোরের পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘স্বামী অক্ষরানন্দ ও আমেনা খাতুন বৃত্তি’ প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এদিন ভোরে আশ্রমের মূল মন্দিরে মঙ্গলারতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। এরপর আশ্রম প্রাঙ্গণে আলোচনাসভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব সমাপ্ত হয়। ‘স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- যশোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি- রাজস্ব) কমলেশ মজুমদার। সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। সম্মানিত অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শ্রিবিধান ভদ্র। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পাল। স্বাগত বক্তব্য দেন যশোর রামকৃষ্ণ আশ্রমের সহসম্পাদক স্বামী আত্মবিভানন্দ। সঞ্চালনা করেন নওয়াপাড়া মডেল কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ রাহা। আলোচনা শেষে ভক্তিগীতি পরিবেশন করেন সঞ্জয় মল্লিক, তরুণ কান্তি হালদার বাপন। এদিকে, এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)