শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় র্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ সাকিব হাসান (২১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টা ১৫ মিনিটে র্যাব-৬ খুলনার লবনচরা স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটক সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিবের বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করা হয়। এ সময় খাটের তোষকের নিচ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের একটি তে “মেড ইন জাপান এবং অপরটিতে “মেড ইন ইউএসএ” লেখা রয়েছে। র্যাব-৬, খুলনা লবনচরা স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর নাজমুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাকিব হাসান অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সে আর্মস অ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(ক)/১৯(চ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।