নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। রোববার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা বাহিরঘাট গ্রামের মাসুম মাস্টারের বাড়ির প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। জেলার সিনিয়র অফিসার রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদ বিশ্বাস, মাস্টার মাসুম বিশ্বাস ও নারী উদ্যোক্তা ফারজানা আফরোজ। সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান। উঠান বৈঠকে ১৫০ শতাধিক নারী উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে গণভোটে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।