Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পদ্মার এপার কেকেবিএইউতে প্রথম চালু হলো তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ

এখন সময়: সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, ০৪:১৫:১১ এম

খুলনা প্রতিনিধি: বিশ্ব বাস্তবতার চাহিদায় বিভিন্ন পদে কর্মসংস্থান, শিক্ষকতা এবং বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ সম্বলিত উচ্চশিক্ষায় নতুন সাবজেক্ট হিসেবে পদ্মার এপার প্রথম চালু হলো চার বছর মেয়াদী ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম ) বিভাগ। খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদী যুগোপযোগী এই সাবজেক্ট খোলা হয়েছে। দেশে এখন পর্যন্ত মাত্র ৩টি পাবলিক ও ৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম চালু রয়েছে। লাইব্রেরি ম্যানেজমেন্টের সাথে তথ্য বিজ্ঞানের মিশেলে নতুন এই সাবজেক্টে উত্তীর্ণ গ্রাজুয়েটদের দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, কলেজ ও স্কুল পর্যায়ে সংশ্লিষ্ট বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। এছাড়া যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ রয়েছে সেখানে শিক্ষকতার সুযোগ পাবেন কৃতি গ্রাজুয়েটরা। স্কুল ও কলেজ পর্যায়ে লাইব্রেরিয়ান পদকে সরকার শিক্ষক হিসেবে ঘোষণা দেয়ায় শিক্ষকতার কয়েক হাজার পদ সৃষ্টি হয়েছে। উচ্চতর শিক্ষা-গবেষণার সুযোগ হিসেবে বিশ্বের বিভিন দেশে বিশেষ করে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং জাপানসহ এশিয়ার উন্নত কয়েকটি দেশে চাকরি ও উচ্চশিক্ষা- গবেষণার সুযোগ রয়েছে। খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ জানান, আইএসএলএম এ অধ্যয়ন শেষে অথবা ক্রেডিট স্থানান্তর করে অস্ট্রেলিয়া ও ইউরোপের অনেক দেশে এই বিভাগের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভাগের সাথে ইনফরমেশন সায়েন্স যুক্ত থাকায় তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেও শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে যা দ্বারা তারা সংশ্লিষ্ট বিষয়সহ অন্য যেকোনো বিষয়ে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি লাভ করতে পারবে। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন এ সাবজেক্টে কেকেবিএইউতে ভর্তির সুযোগ রয়েছে। একই বিভাগের শিক্ষক মোঃ নাজিম জানান আইএসএলএম একটি সম্ভাবনাময় ক্ষেত্র, যা তরুণদের জন্য উন্মুক্ত করছে নতুন দিগন্ত এবং বহুমুখী ক্যারিয়ারের পথ। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, ডিজিটাল রিসোর্স ব্যবস্থাপনা এবং নলেজ ম্যানেজমেন্টে দক্ষ পেশাজীবীদের জন্য ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিস্তৃত সুযোগ তৈরি করছে। বিভিন্ন গবেষণা প্রকল্পে অংশগ্রহণ, একাডেমিক রাইটিং, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং রিসার্চ ম্যাথডোলজি বিষয়ক প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণামুখী ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। উচ্চশিক্ষা, গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ফেলোশিপ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকের মতো সম্মানজনক পেশায় যোগদানের সুযোগও তৈরি হয়। এছাড়া ইনফরমেশন টেকনোলজি ও ডেটা ম্যানেজমেন্ট, রিসার্চ ও লিটারেচার সার্চিং, ডিজিটাল আর্কাইভিং ও ইনফরমেশন সিস্টেম, কমিউনিকেশন ও পাবলিক সার্ভিস, লার্নিং রিসোর্স ডেভেলপমেন্ট, নলেজ ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ব্যবস্থাপনার উপর দক্ষতা অর্জন হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)