Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : অমিত

এখন সময়: সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, ০৪:১৫:১১ এম

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুর পর এখন তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব তারেক রহমানের ওপর পড়েছে। খালেদা জিয়া ছিলেন দেশবাসীর আস্থাশীল অভিভাবক, জাতীয় ঐক্যের প্রতীক। সে কারণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বলে মত দেন তিনি। রোববার (১১ জানুয়ারি) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট হাসিনা খালেদা জিয়ার প্রতি যতটা অন্যায় করেছে ঠিক তার চেয়ে অনেক গুণ সম্মান দেশবাসী তাঁকে দিয়েছেন। চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় শোকসভায় প্রধান বক্তা ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আবদুল মজিদ। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয় জয় করেছেন। জীবনে তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি। তিনি নিজের জীবনের চেয়ে আপসহীনভাবে দেশেকে ভালোবেসে গেছেন। ভিসি আরো বলেন, খালেদা জিয়ার আদর্শ নৈতিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। সবায় আরো বক্তব্য রাখেন বিএনপিনেতা গোলাম রেজা দুলু, পল্লী চিকিৎসক মোবারক হোসেন, চুড়ামনকাটি ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতি কবিরুল ইসলাম, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান এবং ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সন্তোষ কুমার। দোয়া পরিচালনা করেন মুফতি কবিরুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)