ক্রীড়া প্রতিবেদক : ৫৪ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের খেলা রোববার শুরু হয়েছে। জেলা পর্যায়ে খেলা শেষ হবে আগামী ১৪ জানুয়ারি বুধবার। এদিন বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে, ছাত্রী ক্রিকেটে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মণিরামপুরের কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়। উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুয়াদা মাধ্যমিক বিদ্যালয় ৭ উইকেটের ব্যবধানে পরাজিত করে এমএসটিপি বালিকা বিদ্যালয়কে। এমএসটিপি বালিকা বিদ্যালয় প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪ ওভারে সবকটি উইকেটে হারিয়ে ২১ রান করে। জবাবে,৩ উইকেট হারিয়ে জয় পায় কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়। একই সাথে খুলনা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জণ করলো কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়। খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি থেকে। গতকাল প্রথম দিনে যশোর জেলা পর্যায়ের ব্যাডমিন্টন খেলা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে। বালক বিভাগে (একক) চ্যাম্পিয়ন যশোর জিলা স্কুলের হুজাইফা রহমান ঈহাদ এবং রানার্স আপ হয় চৌগাছা শাহদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাদমান জামান সাদ। (দ্বৈতে) চ্যাম্পিয়ন হয়েছে যশোর জিলা স্কুলের হুজাইফা রহমান ঈহাদ ও মুনতাজীর মাহদী জুটি। রানার্স আপ হয় মণিরামপুরের ডি কে এস মাধ্যমিক বিদ্যালয়ের দিগন্ত সরকার ও বাঁধন মন্ডল জুটি। বালিকা বিভাগে (একক) চ্যাম্পিয়ন যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের মার্গারেট মুগ্ধ বিশ্বাস এবং রানার্স আপ হয় বাঘারপাড়ার কে কে আর মাধ্যমিক বিধ্যালয়ের অনুশ্রী রানী বিশ্বাস। (দ্বৈতে) চ্যাম্পিয়ন যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের মার্গারেট মুগ্ধ বিশ্বাস ও ইশমী জাহান জুটি এবং রানার্স আপ হয়েছে নওয়াপাড়া মাধ্যমিক বিধ্যালয়ের সাদিয়া আক্তার ও মনিরা খাতুন জুটি। সকালে উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক সালাউদ্দিন ইউসুফ দিলু, প্রগতি বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষাক হাসানুজ্জামান, সহকারী শিক্ষক ইমামুল হক, মাহমুদুর রহমান বহুমুখী ম্যাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু রহমান প্রমুখ।