Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

এখন সময়: সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, ০৪:২২:১৬ এম

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। রোববার বেলা ১০টায় আন্দুলবাড়ীয়ার নিজ বাসভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। মতবিনিময় সভায় মাহমুদ হাসান খান বাবু নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সুষ্ঠু নির্বাচনে বাস্তবায়নে সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকদের কাছ থেকে তিনি ভোটের মাঠের চিত্র শোনেন। শেষে মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, দৌলৎগঞ্জ স্থলবন্দর, চুয়াডাঙ্গা ও জীবননগর উপজেলা স্থাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, আসিম সাঈদ, মোহাম্মদ আব্দুল্লাহ, কামাল উদ্দীন জোয়াদ, আমিনুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম কাজল, মনিরুজ্জামান রিপন, ডিএম মতিয়ার রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, আজিজুর রহমান, আহাম্মদ সগীর, আল আমিন মোল্লা, সজীব হোসেন, তারিকুর রহমান, রকিবুল ইসলাম, এমআই আতিয়ার, টিপু, উজ্জল মিয়া, জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)