নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে ২২ নম্বর গোডাউনের সামনে সোহাগ পরিবহনের ধাক্কায় আহত তাহেরা বেগম (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তাহেরা সাদিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তাহেরা ব্যাটারি চালিত ভ্যানে চড়ে যাচ্ছিলেন। এ সময় সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সড়কের ওপর ছিটকে পড়ে তাহেরা গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, মাথা ও বুকে আঘাত লাগার কারণে তাহেরা বেগমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।